ঢাকা, রবিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ শাবান ১৪৪৬

রাজনীতি

আমেরিকায় পালানোর সময় বিমানবন্দরে আ. লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
আমেরিকায় পালানোর সময় বিমানবন্দরে আ. লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলী আমজাদ তালুকদারকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে আমেরিকায় পালানোর সময় পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার এ উপজেলার শিবপাশা ইউপির সাবেক তিনবারের চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

ওসি মাইদুল হাছান জানান, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর দুপুর পর্যন্ত তাকে ঢাকায় রাখা হয়েছে। শুক্রবারই তাকে হবিগঞ্জ ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।