ফরিদপুর: জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- জেলার মধুখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহেব আলী শেখ (৫৫), একই উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী মো. চঞ্চল মোল্লা (২৪), জেলার সদরপুরের ঢেউখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল হাওলাদার (৪০) ও একই জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বর (৪২)।
শৈলেন চাকমা বলেন, গ্রেপ্তারদের ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসআরএস