ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

রাজনীতি

ডেভিল হান্ট: ডোমারে আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
ডেভিল হান্ট: ডোমারে আ.লীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার মঞ্জুর আলম নাহিদ

নীলফামারী: হামলা-ভাঙচুর মামলায় জেলার ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ঢাকার রমনা থানা এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে রমনা থানা পুলিশ তাকে ডোমার থানায় হস্তান্তর করে।  

গ্রেপ্তার নাহিদ ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।