ঢাকা: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গত ৫৩ বছরে যারা আমাদের দেশ শাসন করেছিল, সেখানে আমরা দুইজন নারী নেত্রী পেয়েছি। তাদের একজন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, আমরা আমাদের বুকে-পিঠে মানুষ করে ভবিষ্যতে বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যাব, যেখানে বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করব। অন্যদিকে আমরা দেখেছি, খুনি হাসিনা কীভাবে বাংলাদেশের মানুষের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাইয়ের নারীরা’ ব্যানারে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির নারী সেল।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, গত ১৫ বছরে নারীদের খুন, গুম, ধর্ষণ করা হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, নারীদের প্রতি অকথ্য নির্যাতন চালানো হয়েছে। কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে গত ৫ আগস্ট খুনি হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছি।
এখনো দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা এখনো দেখতে পাচ্ছি, নারীরা ঘরে-বাইরে বিভিন্ন জায়গায় নিপীড়িত-নির্যাতিত হচ্ছেন। তাদের অধিকারগুলো তারা এখনো ফিরে পাননি। আমরা এখনো দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় নারীরা যখন তাদের দাবির পক্ষে কথা বলছে, বিভিন্ন গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে তাদের মব জাস্টিসের ট্রায়ালে নিয়ে যাচ্ছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেগুলোর তীব্র বিরোধিতা করছি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের সামনে এখনো তীব্র লড়াই বাকি রয়ে গেছে। আমরা বলছি, নির্বাচন যেমন হবে, তেমন আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এই নতুন সংবিধানে নারীদের তাদের হিস্যা বুঝে নিতে হবে। সামনে যে স্থানীয় নির্বাচন আসছে, সেখানে নারীদের অনেক বেশি অংশ নিতে হবে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমরা শুধু নারীদের অংশগ্রহণ চাই না। আমরা নারীদের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় চাই, গণপরিষদে চাই, জনগণের ভোটে নির্বাচিত নারীদের সংসদে চাই।
জাতীয় নাগরিক কমিটির নারী সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সঞ্চালনায় নারী সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা অর্পিতা শ্যামা দেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির সদস্য হুমায়ারা নূর, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা আশরাফা খাতুন প্রমুখ।
বাংলাদেশ: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসসি/আরএইচ