ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

রাজনীতি

৩১ দফার বাংলাদেশ গড়তে গণপূর্ত অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
৩১ দফার বাংলাদেশ গড়তে গণপূর্ত অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করবে

ঢাকা: রাষ্ট্রীয় কাঠামোর উন্নয়নে গণপূর্ত ঠিকাদার সমিতি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও বিএনপি নেতা সাজ্জাদ জহির।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গণপূর্ত ঢাকা মেডিকেল ডিভিশন চত্বরে নবনির্বাচিত ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর কেন্দ্রীয় ঠিকাদার সমিতির সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় অতীতে উন্নয়নের নামে রাষ্ট্রের সকলস্তরে দুর্নীতি, লুটপাট হয়েছে। বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে গণপূর্ত অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করবে।

ঢাকা গণপূর্ত অধিদপ্তর মেডিকেল ডিভিশনের সভাপতি মো. মাজহারুল ইসলাম খোকার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম চন্দনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হাওলাদার, কার্যকরী সভাপতি মীর আশরাফ আলী আজম, সহ-সভাপতি গোলাম গাউছে আজম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মানিক।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।