ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ডেভিল হান্ট: দিনাজপুরে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
ডেভিল হান্ট: দিনাজপুরে আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার প্রতীকী ছবি

দিনাজপুর: সারা দেশের চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনাজপুরের ডিআই ওয়ান লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তাররা হলেন- দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তোজাম্মেল হকের ছেলে হায়দার আলী (৪৮), বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মৃত গোফফারের ছেলে দেলোয়ার হোসেন মুক্তি (৪৫), চিরিরবন্দর উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও আজিজার রহমানের ছেলে ওমর ফারুক ওরফে কালা ফারুক (৩৭) এবং জেলার বীরগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর রাহা বাপ্পী (৫০)। এদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে।  

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পাঁচটি মাদক মামলায় সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১০৫ গ্রাম গাঁজা, ১০৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮ গ্রাম হেরোইন ও ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।