খুলনা: খুলনা মহানগর বিএনপির সম্মেলন (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা মহানগর বিএনপিতে ব্যাপক প্রস্তুতি চলছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সম্মেলন ও কাউন্সিলের স্থান পরিদর্শন করেন নেতৃবৃন্দ। তারা মঞ্চ নির্মাণের অগ্রগতিসহ সার্বিক বিষয় খোঁজ খবর নেন। এছাড়া সম্মেলন সফল করতে গঠিত ২১টি উপ কমিটির কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সন্ধ্যায় নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে বসেছিলেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কবৃন্দ, থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও উপ কমিটির আহবায়কবৃন্দ।
এসময় প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল বলেন, ২৪ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউজে খুলনা মহানগর বিএনপির ‘স্মরণকালের সেরা’ সম্মেলন হবে। কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথি নিয়ে প্রায় ১০ হাজার নেতাকর্মীর মিলন মেলা হবে সম্মেলনস্থলে। খুলনা মহানগরী ছাড়াও বিভাগের ১০ জেলার শীর্ষ নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনে প্রধান অতিথি (ভার্চুয়াল) থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে প্রথম পর্বে সম্মেলন শুরু হবে। তারপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আতিথিবৃন্দের আসন গ্রহণ, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন, উদ্বোধনী বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান বক্তার বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও প্রথম অধিবেশনে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শেষ হবে। বিকাল সাড়ে তিনটায় দ্বিতীয় অধিবেশন কাউন্সিল খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, একদিকে কাউন্সিল চলবে এবং সার্কিটহাউসের সম্মেলনস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২,২০২৫
এমআরএম/এমএম