সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শ্রীউলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) খুলনা জেলার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলী ব্রিজ সংলগ্ন ইসলামপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, আবু হেনা শাকিল থানা হেফাজতে আছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এসআরএস