ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

রাজনীতি

আখতারের ফেসবুক পোস্ট কী ইঙ্গিত দিচ্ছে? 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
আখতারের ফেসবুক পোস্ট কী ইঙ্গিত দিচ্ছে?  নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আখতার হোসেন

দীর্ঘ কয়েকদিনের অস্থিরতার পর নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে সমঝোতায় পৌঁছেছেন ছাত্রনেতারা। শীর্ষ পদে কারা থাকবেন, তাও অনেকটাই চূড়ান্ত।

সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে খবর।

এমন আবহে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের একটি ফেসবুক পোস্ট এখন আলোচনায়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন আখতার। যেখানে নাহিদ ও মাহফুজকে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। মাহফুজের পাশেই হাত পেছনে নিয়ে দাঁড়িয়ে আখতার হোসেন।

ছবির ক্যাপশনে লেখা ‘দুইজন বন্ধু, একজন ছোটভাই! জাতির প্রত্যাশার ভাষা আমাদের পাথেয় হোক’।

ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে সক্রিয় তিন তরুণ নেতাকে এক ফ্রেমে দেখে সচেতনরা নানান ভাবনায় বিভোর। ছবির ক্যাপশনও নতুন দিগন্ত সূচনার ইঙ্গিত বহন করছে। বিশেষ করে অনেকের প্রশ্ন, নতুন রাজনৈতিক দলের সদস্যসচিব কে হবেন ঠিক হয়ে গেছে তাহলে!

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। এ পদে নাহিদকে নিয়ে কারও আপত্তি ছিল না ও নেই। এজন্য নাহিদ যেকোনো সময় উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারে বলেও শোনা যাচ্ছে।  

তবে দলের দ্বিতীয় শীর্ষ পদে (সদস্যসচিব) কে আসবেন, তা নিয়ে এতদিন মতবিরোধ ছিল। শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এমন অনেকেই শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে এ পদে চাইছিলেন।  

এবার আখতারের এই ফেসবুক পোস্টের পর এখন বিষয়টি অনেকটাই স্পষ্ট যে, সদস্যসচিবের দায়িত্ব তিনিই নিতে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতাও বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তালিকার ১ নম্বরে ছিল নাহিদ ইসলামের নাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে তিনি উপদেষ্টা হন। অন্যদিকে সরকার গঠনের তিন সপ্তাহ পর মাহফুজ আলমকে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। গত নভেম্বরে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। আর গণ-অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে আখতারকে এর সদস্যসচিব করা হয়।  

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।