ব্রাহ্মণবাড়িয়া: জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মুবারক হোসাইন আকন্দ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত জেলা জামায়াতের রোকন সম্মেলনে রোকনদের সরাসরি ভোটে তিনি ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হন।
জেলা শহরের টি এ রোডে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সদ্য সাবেক আমির গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির কাজী দীন মুহাম্মদ।
সম্মেলনে উপস্থিত ৬১৫ জন রোকনের সরাসরি ভোটে মাওলানা মুবারক হোসাইন আকন্দ ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হন। নির্বাচন শেষে প্রধান অতিথি নবনির্বাচিত জেলা আমির হিসেবে মুবারক হোসাইন আকন্দর নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।
জেলা মজলিশে সূরা নির্বাচনের পর, জেলা সেক্রেটারিসহ অন্যান্য বিভাগীয় দায়িত্ব বণ্টন করবেন। এতোদিন মুবারক হোসাইন আকন্দ জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্র শিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ছিলেন।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এসআই