রাজশাহী: বিএনপিকে নির্বাচনে আসতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, এ মুহূর্তে জাতীয় নির্বাচন দিলে বিএনপি ৮০ শতাংশ আসনে বিজয়ী হবে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগরীর বাটার মোড় এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গেও কথা বলেন ফজলুর রহমান। তিনি বলেন, রাজসিংহাসনে বসে রাজমুকুট পরে দল গঠন করলে তা মেনে নেওয়া হবে না। দল গঠন করতে হলে ক্ষমতা ছেড়ে তবেই জনগণের কাছে যেতে হবে।
প্রধান উপদেষ্টার উদ্দেশে ফজলুর রহমান বলেন, এখন নির্বাচন ছাড়া আর কোনো কিছু মানবে না বিএনপি। কারণ বিএনপির মতো গত ১৬ বছরে আর কোনো দল কারাগারে বন্দি থাকেনি। মারা যায়নি। নির্যাতিত হয়নি। পৃথিবীর ইতিহাসেও তা ঘটেনি। কিন্তু একটা গোষ্ঠী স্লোগান তুলেছে, ‘দুই সাপের একই বিষ/নৌকা আর ধানের শীষ। ’ জনগণ এ চক্রান্ত মেনে নেবে না।
তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণকে রক্ষা করতে বিএনপিকে শক্ত পিলার হিসেবে দাঁড়াতে হবে। পতিত সরকারের আমলে এভাবে সভা-সমাবেশ করা সম্ভব হয়নি। তাদের পেটয়া বাহিনী দাঁড়াতে দেয়নি। কিন্তু ৫ আগস্টের পরে সেই অবস্থা কেটে গেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যাওয়ায় দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। পতিত সরকারের আমলে নেতা-কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। তারা কেউ ঢাকায় গিয়ে রিকশা পর্যন্ত চালিয়ে জীবন বাঁচিয়েছেন। কেউ বন-জঙ্গলে গিয়ে পালিয়ে থেকেছেন। আবার অনেক নেতা-কর্মী বছরের পর বছর জেলে বন্দি থেকেছেন। তবু তারা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন ছেড়ে চলে যায়নি। সেই কথা মনে রাখতে হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত খালেক। বিশেষ অতিথি ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।
এছাড়া রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, রুকুনুজ্জামান আলম, তোফায়েল হোসেন রাজু, মাহমুদা হাবিবা, জাকিরুল ইসলাম বিকুলসহ আরও অনেকে বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এসএস/আরবি