ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

রাজনীতি

বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেল ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেল ভাঙচুর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা বিধৌত মেছড়া ইউনিয়নে বিএনপির মিছিলে হামলা চালিয়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উল্টো বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছড়ানো হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।



এ ঘটনায় মেছড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইব্রাহীম খলিল ভূঁইয়া বাদী হয়ে ওমর ফারুকসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।  

ইব্রাহীম খলিল জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাস্টারের নিকটাত্মীয় যুবলীগ নেতা তেঘুড়ি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ওমর ফারুক অনেকদিন ধরেই এলাকায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন। কিছুদিন আগে তার অসামাজিক কর্মকাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়।  

এ সামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেলযোগে প্রতিবাদ মিছিল করে। মিছিলটি তেঘরি গ্রামে পৌঁছালে ওমর ফারুকের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় জীবন রক্ষার্থে মোটরসাইকেল রেখে বিএনপি নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মনির হোসেন গুরুতর আহত হন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।  

এদিকে এ ঘটনায় মেছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের
বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ ছড়ানো হয়েছে বলে
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

মেছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ২২ ফেব্রুয়ারি ওমর ফারুকের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল মিছিল করেছে। সেখানে আমি বা আমার দলের সাধারণ সম্পাদক উপস্থিতও ছিলাম না। সেই মিছিলে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আওয়ামী লীগের দোসররা। ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দানিউল হক বলেন, তেঘড়ি এলাকায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যুবদল নেতা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত করছি। মামলা দিতে চাইলে মামলা গ্রহণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।  

এ ঘটনায় জানতে তেঘুড়ি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ওমর ফারুকের মোবাইল নম্বরে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।