ঢাকা: নানা জল্পনা-কল্পনা ও বিরোধ পেরিয়ে অবশেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন এ রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করবে। ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে ব্যাপক প্রস্তুতি।
সকাল ১০টায় সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের গেটের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে সড়কের ওপর চলছে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ, যা প্রায় শেষের দিকে। মঞ্চ তৈরির যতটুকু কাজ বাকি সেটিও সেরে নিচ্ছেন নির্মাণকারীরা। মঞ্চের মুখ করা হয়েছে পূর্বমুখী, খামারবাড়ির দিকে। বাঁশ-কাঠ দিয়ে তৈরি করা মঞ্চের ব্যানারের জায়গায় লাগানো হয়েছে এলইডি ডিসপ্লে। মঞ্চের সামনে কিছুটা জায়গা রেখে তিন স্তরে চেয়ার ও সোফা দেওয়া হয়েছে অতিথিদের জন্য। মঞ্চের পেছনের অংশে তাঁবু টাঙিয়ে অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামাগার।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। মূল অবকাঠামো তৈরির কাজ শেষের পর এখন চলছে অলংকৃত করার কাজ। এছাড়া তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাও রাখা হবে।
এদিকে সড়কের ওপর মঞ্চ তৈরি করায় মিরপুর সড়কের আড়ং থেকে খামারবাড়িমুখী রাস্তা বন্ধ রয়েছে। আড়ং মোড়ে ব্যারিকেড দিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। ফলে সেই রাস্তায় যান চলচল বন্ধ রয়েছে। তবে খামারবাড়ি থেকে আড়ং অভিমুখী রাস্তা খোলা রয়েছে। সেই রাস্তা যান চলাচল করছে। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউর মাঝখানের ক্রংসিং খোলা থাকায় সেখান দিয়ে যানবাহন ইউটার্ন নিতে পারছে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথিদের জন্য অনুষ্ঠানস্থলে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও আয়োজকদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে অস্থায়ী শৌচাগার। এছাড়া ঢাকা ওয়াসার পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে শুরু করেছেন। আয়োজকদের ধারণা প্রায় ২-৩ লাখ মানুষের সমাগম হবে আজকের এ অনুষ্ঠানে।
দেশের উত্তরাঞ্চল রংপুর থেকে তিন বাসে ১৩৫ জন ছাত্র-জনতা এসেছেন আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে। তাদের একজন রাজু আহম্মেদ। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তিনি স্নাতক সম্পন্ন করেছেন।
রাজু বলেন, স্বাধীনতার ৫৪ বছরে অনেক রাজনৈতিক দল আমাদের দেশে হয়েছে। কিন্তু তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এ প্রথমবার তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আশা করি, তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং জনগণের জন্য কাজ করবে। নতুন এ দলের হাত ধরে তৈরি হবে এক নতুন বাংলাদেশ।
এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সদস্য সচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো।
তিনি বলেন, আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থের কথা বলেছি। ডান-বামের ও মধ্যমপন্থার কথা বলেছি। মানুষের অধিকার ও মর্যাদার কথা বলেছি। আমরা আশাবাদী, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব ধর্ম-বর্ণ-লিঙ্গের মানুষ অংশগ্রহণ করবেন।
নতুন দলের কোন পদে কে?
নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেন। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ দুই নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক পদে থাকবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদের দাবিদার একাধিক প্রার্থী। তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্যে যে কেউ এ পদে আসতে পারেন।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসসি/আরবি