ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

রাজনীতি

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জাতি ভয়ংকর বিপদে পড়বে: দুদু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জাতি ভয়ংকর বিপদে পড়বে: দুদু  বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বচ্ছ, স্বাভাবিক ও গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে এ জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।

সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ছায়া আবৃত্তি প্রকাশনীর উদ্যোগে জামাল উদ্দিন জামালের লেখা সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ২০২৪ এ যে গণঅভ্যুত্থান হয়েছে এটাই এ দেশে প্রথম গণঅভ্যুত্থান না। ৯০-এর গণঅভ্যুত্থানের পরে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে। বুঝতে পারতেছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারে না। যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাই একটি জাতীয় নির্বাচন দরকার। কারণ এ দেশের মানুষ গত তিন টার্ম ভোট দিতে পারেনি। আমরা এখনও দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারিনি। দেশের জনগণের ন্যূনতম যে ভোটের অধিকার সেটা যদি ফিরিয়ে দিতে পারি তাহলে সংকট কিছুটা হলেও কাটতো।

তিনি আরও বলেন, সরকার বলেছে এ বছরের মধ্যেই যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই উদ্যোগ গ্রহণ করবে। এটা যদি কথার কথা না হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখা হয়; যেমন ৭২ থেকে ৭৫ সালের আগে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলেছিল কিন্তু ক্ষমতায় এসে সেগুলো রাখেনি। গত ১৫ থেকে ১৬ বছর শেখ হাসিনার আমল দেখেছি। এ রকম যদি হয়, স্বচ্ছ, স্বাভাবিক ও গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে এ জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।  

সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, দেশে অনেক রাজনৈতিক দল আছে। সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই ভালো হবে।  

সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।