ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শতাধিক গাড়ি নিয়ে সারজিসের শো-ডাউন, টাকার উৎস জানতে চান জারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, মার্চ ২৫, ২০২৫
শতাধিক গাড়ি নিয়ে সারজিসের শো-ডাউন, টাকার উৎস জানতে চান জারা

ঢাকা: রংপুরে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। স্বাভাবিকভাবেই এমন শো-ডাউনে বড় অঙ্কের অর্থ খরচ হয়।

সেটি সারজিস কোথায় পেয়েছেন জানতে চেয়েছেন নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।  

মঙ্গলবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে সারজিসের আর্থিক উৎস সম্পর্কে জানতে চান জারা। দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে তিনি বিষয়টি জানতে চান।

পোস্টে সারজিস আলমকে উদ্দেশ্যে করে জারা লিখেছেন— প্রিয় সারজিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে।

তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, “আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই। ” তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো— এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক।

আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।

শুভেচ্ছান্তে,
জারা আপু

এদিকে সারজিসের শতাধিক গাড়ি বহর নিয়ে নিজ জেলা শো-ডাউনের ঘটনায় নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয়ে দলীয় ফোরামে আলোচনা না হওয়ার বিষয়েও সমালোচনা করেছেন অনেকেই।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।