ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ঈদ উপহার নিয়ে শহীদদের পরিবারের পাশে জামায়াত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
ময়মনসিংহে ঈদ উপহার নিয়ে শহীদদের পরিবারের পাশে জামায়াত

ময়মনসিংহ: ঈদুল ফিতরকে সামনে রেখে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর জামায়াত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে শহীদ আব্দুল্লাহ আল মাহিন ও শহীদ মো. রিদওয়ান হোসেন সাগরের পরিবারের কাছে ঈদ উপহার ও নগদ টাকা পৌঁছে দেন ময়মনসিংহ মহানগর জামায়াত।

জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে দুই শহীদের পরিবারে ঈদ উপহার পৌঁছে দেন জামায়াতের নেতারা।

এসময় ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদর পরিবারের সদস্যরা। শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, জামায়াতে ইসলামের সদস্যরা প্রতিনিয়ত যেভাবে আমাদের পরিবারের খোঁজ নেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

শহীদ মাহিনের বাবা জামিল হোসেন সোহেল বলেন, জামায়াতের ভাইয়েরা ৫ আগস্টের পর থেকে পরিবারের সদস্যদের মতো আমাদের পাশে দাঁড়িয়েছেন। ঈদ উপহার পেয়ে সত্যিই আমরা অনেক খুশি।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, শহীদদের ঋণ কখনও শোধ করা যায় না। তারা নিজেদের জীবন দিয়ে আমাদের ফ্যাসিবাদী শাসকের হাত থেকে মুক্ত করে গেছেন। আমরা তাদের কাছে ঋণী। শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন-মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, বায়তুল মাল সেক্রেটারি গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, শ্রমিক কল্যাণ সভাপতি ওয়ালী উল্লাহ মোজাহিদসহ অনেকে।
বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।