ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার শাহ ফয়সাল তালুকদার

হবিগঞ্জের নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়সাল তালুকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে স্থানীয় বারিক মঞ্জিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফয়সাল নবীগঞ্জ পৌরসভায় পূর্ব তিমিরপুর এলাকার শাহ শিরু মিয়া তালুকদারের ছেলে।  

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, ছাত্রলীগ নেতা ফয়সাল ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি পোড়ানোর মামলার তদন্তে প্রাপ্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।  

গত ১৮ ফেব্রুয়ারি সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার একদিন পর গোপলার বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) স্বাধীন তালুকদার নবীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শাহ ফয়সাল তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।