ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালি শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালি শুরু  নয়াপল্টন থেকে র‌্যালি শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির র‌্যালি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টায় এ প্রতিবাদ ও সংহতি র‌্যালি শুরু হয়েছে।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার ঘুরে বাংলামোটরে গিয়ে শেষ হবে র‌্যালিটি।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‌্যালিতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন।

ঢাকার পাশাপাশি দেশের অন্য মহানগরেও উল্লিখিত কর্মসূচি পালন করছে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।