ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ফিলিস্তিনিদের স্বার্থে কী করতে হবে, সরকার তা ঠিক করে দিক: জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
ফিলিস্তিনিদের স্বার্থে কী করতে হবে, সরকার তা ঠিক করে দিক: জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারের উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনিদের স্বার্থে আমাদের কী করতে হবে সরকার তা ঠিক করে দিক।

 

তিনি বলেন, আমরা ফিলিস্তিনিদের স্বার্থের সব কর্মকাণ্ডে সক্রিয় থাকবো। আমরা ফিলিস্তিনিদের মুক্তি চাই। আমরা চাই, ফিলিস্তিনিরা যেনো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে।  

রোববার (১৩ এপ্রিল) সারা দেশে জাতীয় পার্টি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করবে। সেই কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জি এম কাদের।
 
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।  

জি এম কাদের বলেন, ফিলিস্তিনে বর্বর ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের ভাইবোনদের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে। আমরা তাদের পাশে আছি, সব সময় তাদের পাশে থাকবো। ফুটফুটে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, বিশ্ব বিবেক কী করে মেনে নিতে পারে? আমরা কি মানুষ? আমাদের মনুষত্ব কি শেষ হয়ে গেছে? ফিলিস্তিনিদের সব ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে। বিশ্ব নেতাদের সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করার ব্যবস্থা করুন। নিরীহ মানুষ যেনো পাশবিক নির্যাতনের শিকার না হয়।

তিনি আরও বলেন, সরকারের কিছু ঘনিষ্ঠ মানুষ বেকার ও ক্ষুধার্তদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তাদের দিয়ে বিভিন্ন মানুষকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ভয়-ভীতি দেখানোর কাজে বেকারদের ব্যবহার করা হচ্ছে। এ কারণেই, ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত মিছিল থেকে লুট-পাটের ঘটনা ঘটছে। ভাঙচুর ও আত্মসাতের ঘটনা ঘটিয়ে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করতে চাচ্ছে। এভাবে সধারণ মানুষকে ভয় দেখাতে চাচ্ছে তারা। আমরা তাদের ভয়-ভীতি দেখানোকে পরোয়া করি না। যারা দুরে আগুন লাগিয়ে নিজেকে নিরাপদ ভাবছেন, দুদিন পরে সেই আগুন আপনার ঘরেও লাগতে পারে। সাধারণ মানুষের ওপর যে অত্যাচার চলছে তা অবশ্যই শেষ হবে। আমরা সব অন্যায় ও অত্যাচারের প্রতিবাদ করবো।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।