ঢাকা: গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনিদের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন, আবু নাঈম খান বিপ্লব, মহিলা ফোরামের নেত্রী রুখসানা আফরোজ আশা, ছাত্রনেতা মুক্তা বাড়ৈ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন, নূরহোসেন স্কয়ার, জিপিও, বায়তুল মোকাররম, বিজয়নগর, সেগুনবাগিচা ঘুরে সেগুনবাগিচাস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে কমরেড বজলুর রশীদ ফিরোজ তার বক্তব্যে বলেন, এটি মুসলমান বনাম ইহুদিদের যুদ্ধ নয়, এটি মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ও ইসরায়েলি জায়েনবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই। গণহত্যাকারী নেতানিয়াহু ও তার দোসরদের বিরুদ্ধে খোদ ইসরায়েলেও ব্যাপক বিক্ষোভ চলছে। ইসরায়েলের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করছে। বর্তমান বিশ্বে একজন অগ্রগণ্য পদার্থবিদ যিনি ইহুদি তিনিও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করেছেন। ইসরাইলের পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সদস্য দাঁড়িয়ে নেতানিয়াহুকে সিরিয়াল কিলার উল্লেখ করে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, একদিকে ধর্ম-বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী গণহত্যার প্রতিবাদ হচ্ছে। অন্যদিকে মিসর, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ কতিপয় মুসলিম দেশ জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে এখনও কূটনৈতিক সম্পর্ক রেখেছে। এটি অত্যন্ত লজ্জাজনক।
তিনি ৭ এপ্রিল ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানানোর মিছিল থেকে দেশের বিভিন্ন স্থানে বাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা-লুটপাটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বাসদ নেতারা বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক বাতিল করা ও আন্তর্জাতিক সব ফোরামে ইসরায়েলের বিরুদ্ধে এবং মদদ দাতা যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আহ্বান জানান। গাজায় অব্যাহত গণহত্যা বন্ধে যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের কঠোর সমালোচনা করেন নেতারা।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
আরকেআর/আরআইএস