নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ এর একটি অভিযানে জাকির খান ঢাকা থেকে গ্রেপ্তার হন।
নারায়ণগঞ্জে মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। গ্রেপ্তার হওয়ার পর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান।
মুক্তি পাওয়ার পর জাকির খান নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ জানান, সাজা ভোগ শেষে জাকির খানকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আর কোনো মামলায় আটকাদেশ নেই।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমআরপি/আরআইএস