ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

দল যেন কারো পকেটস্থ না হয়, সিলেটে বিএনপি নেতা আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
দল যেন কারো পকেটস্থ না হয়, সিলেটে বিএনপি নেতা আরিফ

সিলেট: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দল যেন কারো পকেটস্থ না হয়, নববর্ষে এটা আমাদের অঙ্গীকার করতে হবে। শুধু তারেক রহমানের জন্য আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চাই।

দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন যেন আবার কোনোভাবে দেশে আবির্ভাব না হয়। তাই সব ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত রোধে আমাদের সজাগ থাকতে হবে। যে কারণে এই মুহূর্তে দলীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন। নববর্ষের দীপ্ত শপথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী দোসরদের প্রতিহত করতে হবে। তাই দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে। এখন দলীয় ঐক্যের বড় প্রয়োজন।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেট নগরের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বৈশাখী শোভাযাত্রার সূচনা অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, কোনো স্বৈরাচারী সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগও আগামী ৫০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, বৈশাখী উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে সমাজে সম্প্রীতি, সংহতি ও মিলনের বার্তা পৌঁছে দেয়। দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত সকলকে চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

শোভাযাত্রা-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক পরিবেশে মুক্ত সংস্কৃতিচর্চার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জাতীয় পরিচয়ের মেরুদণ্ড, যা সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছে। সিলেটবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে করে তুলেছে আরও বর্ণাঢ্য।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গৌরবের বিষয়, যা আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা বাড়িয়েছে। লোকজ ঐতিহ্য ও সাধকদের বাণীতে নিহিত রয়েছে মানবিকতা, ভালোবাসা ও সহনশীলতার বাণী।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি সম্প্রদায়ের উৎসব আমাদের জাতীয় জীবনের অংশ। নববর্ষ সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। সিলেটবাসীসহ দেশের সকল মানুষকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই।

শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বৈশাখী শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খাঁন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।