দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের সাত নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোর্য়াদার, হাফিজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু এবং সাবেক সদস্য সেলিফ আল আকবর শশী।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব নেতাদের বেশ কয়েকবার সতর্ক করা হলেও কর্ণপাত না করায় তাদের বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে দলের অন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বহিষ্কৃত এসব নেতাদের কোনো অপরাধের দায়িত্ব সংগঠন নেবে না।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এসআরএস