ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে একমত নয় বিএনপি: সালাহউদ্দিন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে একমত নয় বিএনপি: সালাহউদ্দিন  দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ’-এর সঙ্গে একমত নয় বিএনপি। রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

তিনি বলেন, সংবিধানের সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে আলোচনা হয়েছে। আইন-সভাসহ নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় সে জায়গায় একটা সিদ্ধান্তে আসা গেছে। পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবগুলো যেখানে মহান আল্লাহর ওপর বিশ্বাস, বিসমিল্লাহ, জাতীয়তাবাদ ও গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের কথা বলা আছে এটাই আমরা গ্রহণ করার কথা বলেছি।  

এ বিএনপি নেতা বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বের যে অবস্থা সেটি বহাল রাখতে চায় বিএনপি। এখানে ধর্ম নিরপেক্ষতা নেই, বহুত্ববাদের কথা নেই। কারণ, এগুলোর সঙ্গে আমরা একমত নই। ধর্ম নিরপেক্ষতা ও বহুত্ববাদের বিপক্ষে আমরা। যেহেতু ধর্মনিরপেক্ষতা এখানে তারা বাদ দিতে চান তার বদলে তারা কিছু বিষয় যুক্ত করতে চেয়েছেন। বাংলাদেশ একটি বহুজাতিক গোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ। যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও সম্প্রীতি নিশ্চিত করা হবে। এটা উল্লেখ করা যায় কিনা এটাতে বিএনপি একমত হয়েছে।  

তিনি আরও বলেন, এখানে কমিশনের প্রস্তাবে তারা বলেছেন স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার কথা সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সে বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে। বিদ্যমান সংবিধানের অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পরের যে প্রিএম্বেল আছে সেটার সঙ্গে একমত না। প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে কমিশন যে প্রস্তাব করেছে - নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ করার।

সালাহউদ্দিন আহমদসহ আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন - দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরও পড়ুন>>

একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী নয়, প্রস্তাবের বিপক্ষে বিএনপি

সংসদে নারী আসন ১০০ করার বিষয়ে একমত বিএনপি 

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
টিএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।