ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জনতার আদালতে আ. লীগের ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, মে ২, ২০২৫
জনতার আদালতে আ. লীগের ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ঢাকা: জনতার আদালতে আওয়ামী লীগের ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতিয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ও বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জাতিসংঘের রিপোর্টেও স্পষ্ট প্রমাণ হয়েছে, আওয়ামী লীগের নির্দেশে, শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের পরিকল্পনায় জুলাইয়ে মানবতাবিরোধী হত্যাকাণ্ড গঠিত হয়েছে। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই। অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিতে হবে। বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম আইন করে নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না। ভুলে গেলে চলবে না, জুলাই অভ্যুত্থানের ফলেই আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা শহীদদের আত্মত্যাগের ফলেই এ স্বপ্ন দেখছে। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্য জুলাই সনদ কার্যকর করতে হবে। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, দ্রুত সময়ের মধ্যে আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে দেশের জনগণের কাছে যাবো। আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে যাবো, প্রতিটি দরজায় দরজায় এনসিপির বার্তা পৌঁছে দেবো। বন্ধুরা আপনারা জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে প্রস্তুত হোন। পাড়ায় পাড়ায় মহল্লায় আমরা আসছি দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধে জন্য ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন, পাড়ায় পাড়ায়, মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করবো। যদি এ সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগের ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর আগে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছোটোবড় অসংখ্য ছাত্র জনতা মিছিল নিয়ে এনসিপির সমাবেশ অংশগ্রহণ করতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশ জুলাই অভ্যুত্থানে আহতরাও অংশগ্রহণ করেন।

আরকেআর/এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।