ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েতের ডাক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, মে ৯, ২০২৫
শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েতের ডাক হাসনাত আব্দুল্লাহ (ফাইল ছবি)

ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩ টায় রাজধানীর শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে চলমান অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এ কথা জানান।  

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা দেশের যেসব স্থানে জুলাই অভ্যুত্থানে আন্দোলন হয়েছে, সেসব স্থানে গণজমায়েত পালন করা হবে।  

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অবস্থান কর্মসূচির ৪৫ ঘণ্টা হয়েছে। যতক্ষণ না নিষিদ্ধ করা হয়, ততক্ষণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।  

এ সময় তিনি তিন দফা দাবি তুলে ধরেন হাসনাত। দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে সব সহযোগী সংগঠনসহ নিষিদ্ধ করতে হবে।

২.⁠ ⁠আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩.⁠ ⁠জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।  

হাসনাত আব্দুল্লাহ বলেন, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। শনিবার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সারাদেশ থেকে যারা আওয়ামী লীগের নির্যাতনের শিক্ষার হয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাপলা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছেন, সবার অংশগ্রহণে এই জমায়েত অনুষ্ঠিত হবে। সঙ্গে সঙ্গে সারাদেশে প্রত্যেক জুলাই পয়েন্টে গণজমায়েত ঘোষণা করছি। যে সিদ্ধান্ত ৫ আগস্ট হয়েছে, তার আইনি ভিত্তি আদায়ের লড়াই এটা।  

এ সময় হাসনাতের সঙ্গে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, গণতান্ত্রিক ছাত্র সংসদের একাধিক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এবি জুবায়েরসহ বিভিন্ন সংগঠনের একাধিক নেতারা উপস্থিত ছিলেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।