ঢাকা: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারের সিদ্ধান্ত ইতিবাচকভাবে দেখছি। সোমবার প্রজ্ঞাপন পেলে আনন্দ মিছিল করব।
শনিবার (১০ মে) রাত সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি সবাইকে বাসায় ফিরে যেতে বলেন।
তিনি বলেন, সোমবার প্রজ্ঞাপন হবে এবং সেই প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করবো। আজকে আপনারা বাসায় ফিরে যান। প্রজ্ঞাপন জারি হলে আগামী কর্মসূচি আমরা জানিয়ে দেবো।
এর আগে গত তিন দিনের জোরালো আন্দোলনের মুখে (শনিবার ১০ মে) দিবাগত রাতে উপদেষ্টা পরিষদ এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়৷ এবার নিষিদ্ধ হলো আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম। এতে দলটির নেতাকর্মীরা আরও বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন।
আরও পড়ুন>> আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা বললেন নাহিদ ইসলাম
এফএইচ/এএটি