ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়ে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।
শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব না দেওয়ায় তার সমর্থকরা আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।
জানা গেছে, নগর ভবনে মোট ৬৫টি তালা লাগানো হয়েছে, যার ফলে সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রয়েছে।
ইশরাক হোসেনের সমর্থকদের ‘ঢাকাবাসী’ ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
ইএসএস/আরবি