ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পরিবারসহ এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০২, মে ১৮, ২০২৫
পরিবারসহ এনসিপি নেতা আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে। তার পরিবার-পরিজনকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে চিঠিতে।

 

শুক্রবার (১৬ মে)  ডাকযোগে আখতার হোসেনের গ্রামের বাড়িতে এ চিঠি আসে। শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির এই নেতা।

পোস্টে আখতার হোসেনে লেখেন, “ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। ”

তিনি আরও লেখেন, ‘চিঠিটা ডাকপিওন শুক্রবার বড় ভাইয়ের কাছে দেন। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি। ’

আখতার হোসেনা আরও লেখেন, ‘বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। ’

কমেন্টবক্সে সেই চিঠির খামের ছবি পোস্ট করেছেন আখতার হোসেন। তাতে প্রেরকের নাম, ঠিকানা ও মোবাইলফোন নম্বরও দেওয়া হয়েছে। প্রেরকের এসব তথ্যে সত্যতা যাচাই করা হয়নি। এ বিষয়ে পোস্টে কিছু লেখেননি আখতারও।

কমেন্টবক্সে অনেকে তাকে সাহস জুগিয়েছেন। কেউ কেউ নিরাপদে ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ আবার তাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।