বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেন? গণতন্ত্রের মুক্তির জন্য আর কতদিন অপেক্ষা করবে দেশবাসী? একটা নির্দিষ্ট করে মাস বলুন। জনগণের ইচ্ছা প্রকাশের মূল হাতিয়ার গণতন্ত্র।
রোববার (২৫ মে) বিকেলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। তার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সুদ মওকুফ করিয়েছেন। এসব বেআইনি না হলেও দৃষ্টিকটু। এমন অভিযোগ কি জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ বলতে পারবেন? তিনি ক্ষমতায় থেকে এসব কিছুই করেননি। তিনি যে অনন্য, এটাই তার প্রমাণ।
বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচন নিয়ে ডিসেম্বর না জুন, এসব কেন? ধোঁয়াশা কেন? বিএনপি স্পষ্টভাবে বলেছে, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। একটা নির্দিষ্ট করে মাস বলুন। জনগণের ইচ্ছা প্রকাশের মূল হাতিয়ার গণতন্ত্র। সংস্কারের তো বেশি সময় লাগার কথা না। কাজ তো চলছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ‘গণতন্ত্রের মুক্তির জন্য আর কতদিন অপেক্ষা করবে দেশবাসী? এতদিনের মধ্যে তো হয়ে যাওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। উপদেষ্টারা নিরপেক্ষভাবে কাজ না করে, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যদি নির্বাচনে আসার মতো জায়গা তৈরি করার চেষ্টা করেন, তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই।
টিএ/এমজেএফ