ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

রাজনীতি

হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, মে ২৬, ২০২৫
হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ছাত্রলীগের সাবেক এ নেতাকে গ্রেপ্তার করে।

সোমবার (২৬ মে)ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার (২৫ মে) ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইমরান হোসেন মিরপুর মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি। গত ৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়।  

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই  রাজধানীর মিরপুর-১০ ফলপট্টি এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম হৃদয় গুরুতরভাবে আহত হয়।

সিটিটিসি সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই মামলার আসামি ইমরান হোসেনকে রোববার ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।