কোনো দল বা রাজনৈতিক নেতার নাম না নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিগত সময়ে খারাপ ভাষা ব্যবহার করে শেখ হাসিনা রাজনৈতিক কালচার ধ্বংস করেছেন। এখন দেখেছি একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতারা একই ভাষা ব্যবহার করছেন।
সোমবার (২৬ মে) দুপুরে নীলফামারী জেলার ৬টি উপজেলা সফরের প্রথমভাগে ডোমার উপজেলার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, ‘আপনারা যদি খারাপ ভাষা ব্যবহারের ওই কালচার প্রয়োগ করেন, ‘তাহলে আপনারা অন্য কারো দ্বারা ওই কালচারের শিকার হবেন। কিন্তু এই তরুণ প্রজন্ম এই তা করতে দেবে না। কথা বলার সময় সাবধানে বলবেন, আপনার ভাষা ঠিক করবে আপনি আমাদের মুরুব্বি কি না। আপনি আমাদের থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কি না। ’
তিনি আরো বলেন, আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। এখন সরকারে যারা আছে তারা সরাসরি কোনো দলের প্রতিনিধি না। তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা সরকারে জায়গা করে নিয়েছে।
আওয়ামী লীগের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই মন্তব্য করে সারজিস বলেন, তবে খুনি হাসিনা একটা কারণে আসবেন, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।
খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের ওপর মায়ের বুক খালি করেছেন দাবি করে সারজিস আলম বলেন, ওই খুনির বিচার বাংলাদেশে হওয়া উচিত, তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন চিন্তা না করে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা এই বাংলাদেশে ওই খুনির বিচার দেখতে চাই। এই বাংলাদেশে যে আশাগুলোকে সামনে রেখে এত যে তরুণ রক্ত দিল সেই সিস্টেমগুলোকে সংস্কার দেখতে চাই।
নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না, বরং কথা এটা হতে পারে যে নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার শেষে নির্বাচন হতে হবে।
বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য সম্পর্কে বলেন, ‘আমরা দেখেছি আগে এমপিরা টাকা দিয়ে মনোনয়ন কিনতেন। তারা দলীয় প্রভাবে নির্বাচিত হতেন। জনগণের কথা চিন্তা না করে তার ওপরে যে নেতা তাকে তেল দিয়ে ও মেইনটেন করতে তার দিন যেত। এসব নেতারা নির্বাচনের আগে পকেটে ৫০০/১০০০ টাকা ঢুকিয়ে দিয়ে জনগণকে প্ররোচিত করত এবং নির্বাচনের পরে সকল সেবায় ও সুযোগ সুবিধা দেওয়ার নামে হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিয়েছে। ’
আগামী নির্বাচনে দল মত না দেখে ভালো মানুষকে নির্বাচিত করে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান সারজিস। তিনি বলেন, ‘ভালো মানুষকে ভালো এবং খারাপ মানুষ খারাপ বলার মানসিকতা নিয়ে খারাপকে ছুড়ে ফেলতে হবে। তা না হলে আওয়ামী লীগ আমলের মতো রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি শুরু হবে। ’
সরকারি অফিসগুলো দুর্নীতি বিস্তার রোধে তাদের ব্যাপারে জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান তিনি।
এর আগে সারজিস আলম উপজেলা শহরে বৃষ্টিতে ভিজে গণসংযোগ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - এনসিপির আরেক নেতা সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।
এসএএইচ