ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার (২৮ মে) দুপুর ২টায় শুরু হয়েছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশ।
এই সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে।
.jpg)
বুধবার সকাল থেকেই ঢাকাসহ সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।
এ সময় কারো হাতে দলীয় পতাকা, কারো হাতে ব্যানার-ফেস্টুন আবার কেউবা নেচে গেয়ে স্লোগানে মুখরিত রেখেন পুরো নয়াপল্টন এলাকা।
এদিকে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের এ সমাবেশে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোর করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
নেতারা বলছেন, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকুচিত।
সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন।
আয়োজকদের ভাষ্য, তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আয়োজকরা বলছেন, তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।
সমাবেশে এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলটির শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।
তরুণদের কাছে টানতে চলতি মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন।
কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছে সংগঠন তিনটি।
এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে ঢাকায়।
এএটি/এনডি/