ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারুণ্যের ভাবনায় সারা দেশে নির্বাচনী আহ্বান জানাতে আজ এখানে এসেছি।
বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি কথা বলেন।
তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসবে আর এই কাজে অগ্রণী ভূমিকা রাখবে তরুণরাই।
জাতীয় ঐক্যে ফাটল ধরানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমরা ভুলতে বসেছি আওয়ামী সরকারের গুম খুম নির্যাতনের কথা।
এই নেতা বলেন, আমরা এসেছি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। আমরা চাই আদালতের সুষ্ঠু রায় বাস্তবায়ন হোক।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে সকলকে আহ্বান জানাবো আমরা যেন ঐক্য ধরে রাখি। যাতে দেশে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উৎপাত না হয়।
আমরা সেরকম রাষ্ট্র সংস্কার চাই যে রাষ্ট্রে আর কোনো স্বৈরাচারী-ফ্যাসিবাদের আবির্ভাব না হয়।
তিনি বলেন, এই দেশে ২০০ বছরের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে শোষণ করেছিল তার চেয়েও বেশি লুটপাট করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। ৩০ লাখ কোটি টাকার জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে। চার লাখ কোটি টাকা ব্যাংকের ঋণ রেখে গেছে। আড়াইহাজার কোটি টাকার মেগা দুর্নীতি করেছে হাসিনার সরকার।
তিনি বলেন, আজকে আওয়ামী দুর্নীতির কথা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই।
আওয়ামী লীগ জন্ম থেকে কখনোই গণতন্ত্রকে রক্ষা করেনি। যখন ক্ষমতায় গেছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে গণতন্ত্রকে হরণ করেছে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।
বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ চলছে।
রাজধানীর নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় সকাল থেকে প্রচণ্ড রোদ-বৃষ্টি উপেক্ষা করে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে হাজার হাজার তরুণ-তরুণী সমাবেশে অংশ নিয়েছেন।
টিএ/এসআইএস