বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ ও এ দেশের জনগণকে বন্ধু মনে করে না।
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।
ভারতের উদ্দেশে দুদু বলেন, শেখ হাসিনা একজন খুনি। তিনি দেশের জনগণকে হত্যা করেছেন, দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। তাই বিচার কার্য সম্পাদনের জন্য তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান।
ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কখনও কারো বশ্যতা স্বীকার করেনি—না ব্রিটিশদের, না পাকিস্তানিদের, না কোনো স্বৈরশাসকের। এই দেশের মানুষ এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে।
তিনি আরও বলেন, হাজার বছর ধরে এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করছে। কেউ কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে না। আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার, তখন দেয় না; আবার যখন দরকার নেই, তখন তিস্তা ব্যারেজ খুলে দেয়। এমনকি ভারতের প্রতিটি সীমান্তে বাংলাদেশিদের ব্যবসা বাধাগ্রস্ত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
ডিএইচবি/এসআইএস