ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

দিল্লি আ. লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত: রাশেদ প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, আগস্ট ২১, ২০২৫
দিল্লি আ. লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত: রাশেদ প্রধান জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ আগস্ট পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।  

তিনি বলেন, সীমান্ত হত্যা, অবৈধ পুশইন, মিথ্যা প্রপাগান্ডায় সফল না হয়ে হিন্দুস্তান এখন দিল্লিতে শেখ হাসিনা এবং কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছে।

শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে লবিং ফার্ম নিয়োগ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বাতিল করার লক্ষ্যে ব্রিটেনে আইনজীবী নিয়োগ, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে আবেদন প্রমাণ করে, হাসিনার পক্ষে ভারত যুদ্ধ ঘোষণা করেছে, দিল্লির বিরুদ্ধে আমাদের লড়তে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রাশেদ প্রধান আরও বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর পরিকল্পনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দিকনির্দেশনায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে।  

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তির একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি এখনই বন্ধ করতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলায় আমাদের একত্র হতে হবে। যুদ্ধের দামামা বাজছে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আওয়ামী পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে হবে। নতুবা স্বাধীনতা ও সার্বভৌমত্বের সূর্য অস্তমিত হবে।

টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।