ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জামায়াতের ৫ দফা গণদাবি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, সেপ্টেম্বর ১৫, ২০২৫
জামায়াতের ৫ দফা গণদাবি ঘোষণা সংবাদ সম্মেলনে

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ৫ দফা গণদাবি ঘোষণা করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।

ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন: আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সনদ অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে।

পিআর পদ্ধতির প্রচলন: জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। এই পদ্ধতিতে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী সংসদে আসন পাবে, যা তাদের মতে গণতন্ত্রের জন্য জরুরি।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা: একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

দুর্নীতির বিচার: বর্তমান সরকারের আমলের সব ধরনের জুলুম, হত্যাকাণ্ড এবং দুর্নীতির দৃশ্যমান বিচার করতে হবে।

রাজনৈতিক দল নিষিদ্ধকরণ: জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

ডা. তাহের বলেন, অনেক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার মানুষ পিআর পদ্ধতির দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। জনগণের এই দাবি আদায়ে গণআন্দোলনের কোনো বিকল্প নেই, তাই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ইএসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।