ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ফ্যাসিবাদকে বিদায় দেওয়া তরুণ প্রজন্মই সঠিক নেতৃত্ব বেছে নেবে: মিয়া গোলাম পরওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, সেপ্টেম্বর ২৬, ২০২৫
ফ্যাসিবাদকে বিদায় দেওয়া তরুণ প্রজন্মই সঠিক নেতৃত্ব বেছে নেবে: মিয়া গোলাম পরওয়ার

খুলনা: আগামী নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে তরুণ ভোটারদের লড়াই হবে। সুতরাং যারা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে সেই তরুণ প্রজন্মই আগামীতেও দেশ পরিচালনায় সঠিক নেতৃত্ব বেছে নেবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে এবং বিকেলে ফুলতলা উপজেলা জামায়াতের উদ্যোগে ফুলতলা স্বাধীনতা চত্বরে পৃথক দু’টি ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

তিনি আরও বলেন, মানব রচিত আইন নয়, দুর্নীতি, চুরি, ধর্ষণ, খুন বন্ধে প্রয়োজন আল-কুরআনের শাসন। তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করে তিনি একটি কল্যানমুখী রাষ্ট্রে পরিণত করতে ‘রুণ প্রজন্মের প্রথম ভোট, দাড়িপাল্লার পক্ষে হোক’ এ শ্লোগান নিয়ে সামনে এগিয়ে আসার আহবান জানান।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান, শিক্ষার আমূল সংস্কার এবং কারিগরি দক্ষতাভিত্তিক সমাজ গড়ে একটি সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠন করবে। ডুমুরিয়া-ফুলতলার দীর্ঘদিনের জলাবদ্ধতার মূল কারণ বিল ডাকাতিয়াকে কেন্দ্র করে মহাপরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, ডুমুরিয়াকে ব্যবসায়িক হাবে রূপান্তর করা হবে। শিক্ষা শেষে চাকরি নিশ্চিত করা হবে, না হলে বেকার ভাতা দেওয়া হবে।

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

বক্তৃতা করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, জামায়াতের হিন্দু কমিটির ডুমুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণনন্দী, সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মুহা. নোমান হোসেন নয়ন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম আল ফয়সাল, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ ফকির, খুলনা জেলা যুববিভাগের সভাপতি গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদ, ডুমুরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর গাজী মো. সাইফুল্যাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ আল মাহমুদ, অফিস সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা যুববিভাগের সেক্রেটারি হাফেজ রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম, ইসলামী ছাত্রশিবিরের ডুমুরিয়া সদর থানা সভাপতি সরদার আবু তাহের, ডুমুরিয়া উত্তর থানা সভাপতি মো. হাফিজুর রহমান, পশ্চিম থানা সভাপতি সামিদুল হাসান লিমন, মাগুরখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস সোবহান, গুটুদিয়

এসময় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্টীর সাবেক পরিচালক মো. রবিউল ইসলাম ফয়সাল ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আহমদ আতাউল্লাহ সালমান এবং পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আমানুল্লাহ আমান।

এরপর বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফুলতলা স্বাধীনতা চত্বরে ছাত্র-যুব সমাবেশ উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। উদ্বোধনী বক্তব্য রাখেন খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো।

ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁন ও খানজাহান আলী থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ পদ নন্দী, জেলা সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি মো. ইউসুফ ফকির, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্যা, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, মাওলানা জুবায়ের হোসেন ফাহাদ প্রমুখ।

 

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।