ঢাকা: উগ্র ডানপন্থি শক্তির আস্ফালন প্রতিরোধ এবং পুরাতন কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি রুখতে গণআন্দোলনের ধারায় বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বান নিয়ে ১৪ নভেম্বর (শুক্রবার) ঢাকায় জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সিপিবির সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এ কথা জানান।
সিপিবি নেতারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের গ্রেপ্তার এবং পাচারকৃত অর্থ ফেরত আনা, বাংলাদেশের ভূখণ্ড ও সমুদ্রসীমা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে ব্যবহার করতে না দেওয়া, নারী বিদ্বেষী ও ভিন্নমত দমনমূলক সন্ত্রাস বন্ধ, সাম্প্রদায়িকতা ও জাতিবিদ্বেষমুক্ত গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র নির্মাণ, বন্ধ কল-কারখানা খুলে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি, আয়বৈষম্য-ধনবৈষম্য নিরসন, জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা প্রণয়ন, বিচার ও সুচিকিৎসার ব্যবস্থা-ক্ষতিপূরণ নিশ্চিত করা ইত্যাদি দাবি তুলে ধরে জাতীয় সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান।
নেতারা দেশের সব বামপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের পাশাপাশি নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র-শ্রমিক-সাংস্কৃতিক-সামাজিক নাগরিক ও পেশাজীবী সংগঠনগুলোসহ এবং গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতিমণ্ডলীর সভা থেকে জাতীয় সমাবেশ সামনে রেখে রাজনৈতিক বক্তব্য তুলে ধরতে দেশব্যাপী জেলা, উপজেলায় কর্মীসভা-হাটসভা-পথসভা, পদযাত্রা, সমাবেশ ও জনসভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
আরকেআর/জেএইচ