ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির ৩ শীর্ষ নেতার বিরুদ্ধে সমন জারি

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৬, আগস্ট ১, ২০১০
বিএনপির ৩ শীর্ষ নেতার বিরুদ্ধে সমন জারি

ঢাকা: প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি’র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বাদী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করলেও সরকারের অনুমতি এবং পর্যাপ্ত  উপাদান না থাকায় তা আমলে নেননি আদালত।



রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক একেএম এমদাদুল হক অভিযুক্ত তিনজনকে ২৫ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী এ মামলা দায়ের করেন। দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদসহ পাঁচজনকে এ মামলার সাী করা হয়েছে।
 
মামলায় বিএনপি’র শীর্ষ তিন নেতা খোন্দকার দেলোয়ার হোসেন, শাহ মোয়াজ্জেম ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আসামি করা হয়।
 
মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ জুলাই মুক্তাঙ্গণে বিএনপি আয়োজিত সমাবেশে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার পরিণতি হবে আপনার বাবার মতো। ’

বাদী অভিযোগ করেন, আসামিরা জনসম্মুখে এ ধরনের বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন।

বাদীপে মামলার শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম।  


বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।