ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

চট্টগ্রামে মানহানি মামলায় ফারুকের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫২, আগস্ট ১, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামে দায়ের হওয়া একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক।

রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে চট্টগ্রামের বিচারিক আদালত তা মঞ্জুর করেন।



অবৈধ ভিওআইপি ব্যবসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম জড়িয়ে বক্তব্য দেওয়ায় গত ১৫ মার্চ সাইফুদ্দিন রবি নামে চট্টগ্রামের এক যুবলীগ নেতা এ মামলা করেন।

এদিকে, একইদিন অতিরিক্ত মহানগর হাকিম আনিসুর রহমানের আদালতে ওই মামলায় অভিযোগপত্র গঠনের কথা থাকলেও তা হয়নি।

অভিযোগপত্র গঠনের পরবর্তী তারিখ আগামী ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘জয়নাল আবদীন ফারুক গত ৩০ মে চট্টগ্রামে এসে মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত থেকে মানহানি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন নেন। আজ (রোববার) তিনি বিচারিক আদালত থেকে জামিন নিলেন। ’

গত ১৩ মার্চ সংসদ অধিবেশনে ও পরদিন সংবাদ সম্মেলনে জয় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত বলে বক্তব্য দেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ফারুকের বিরুদ্ধে ডজনখানেক মানহানির মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।