ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শওকত মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
শওকত মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন ছবি: রাজীব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদের মুক্তি দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বামসাএ)। একই সঙ্গে সংগঠনটি সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ ২৪ জন নিহত সাংবাদিক হত্যার বিচার ও বন্ধ গণমাধ্যম খুলে দেয়ারও দাবি করে।



রোববার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধনে এসব দাবি জানায় সংগঠনটি।

মানব বন্ধনে বক্তারা বলেন, যখন সাংবাদিকদের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন চলছে ঠিক সে সময়ে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হলো। এটা আন্দোলন থামিয়ে দেবার কৌশলমাত্র। বক্তারা অবিলম্বে শওকত মাহমুদের মুক্তি দাবি করেন।

সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ইবনে মঈনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ)  নেতা এম এ আজিজ, শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।