ঢাকা: আমরা যে যেখানে রয়েছি, সেই অবস্থানে থেকে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর ভালোবাসার প্রতিদান এবং তার প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলে জানিয়েছেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের আয়োজনে সংগঠনের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, বঙ্গবন্ধু কেবল স্বাধীনতার স্থপতি নন, তিনি ছিলেন আদর্শের প্রতীক। তিনি সারাজীবন বাংলার মানুষকে অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন। বঙ্গবন্ধু নিজের জীবন থেকে শুরু করে প্রতিটি জিনিস দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।
আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেন, বাংলাদেশের অভ্যুদয়কে যদি শ্রেষ্ঠ অর্জন বলে আখ্যায়িত করা হয়, তাহলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে প্রধান বিয়োগান্তক ঘটনা বলেই বিবেচনা করতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ও সাংগাঠনিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসকে/এসএস