ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার ধারাবাহিকতায় ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়। এই হত্যাচেষ্টার সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত।
রোববার (২৩ আগস্ট) রাজধানীতে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোশাররফ হোসেন। গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হানিফ ভূঁইয়া।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেনি। তিনি বাঙালিদের কল্যাণে আজীবন সংগ্রাম করেছেন। কারো চোখ রাঙানিকে তিনি ভয় পাননি।
মোশাররফ হোসেন বলেন, ৭০’র নির্বাচনে বিজয়ী হলেও বাঙালিদের পার্লামেন্টে যেতে দেওয়া হয়নি। কিন্তু বঙ্গবন্ধু তার আন্দোলন চালিয়ে গেছেন। তিনি ৭ মার্চ স্বাধীনতার ডাক দিয়েছেন। তার ডাকে সর্বস্তরের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশ স্বাধীন করে।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার বঙ্গবন্ধু যখন দেশ গড়ার কাজ শুরু করেছেন ঠিক সেসময় ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পরও তারা থেমে নেই। তারই অংশ হিসেবে ২১ আগস্টে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়। এই হামলার সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এমএম/কেএইচ