সাভার: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগ ও শ্রমিক লীগের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের অফিস ভাংচুর করে শ্রমিক লীগের সমর্থকরা।
সোমবার (২৪ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল কবির জানান, একটি রংয়ের কাজ নিয়ে শ্রমিক লীগের কিছু বখাটের সঙ্গে দ্বন্দ্ব চলছিলো ।
এর জের ধরে সকালে শ্রমিক লীগের শাহিন,জামাল, লালমিয়া সহ প্রায় বিশ পঁচিশ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের অফিসে হামলা করে অফিস ভাংচুর করে । এতে আহত হয় সৈনিক লীগের অন্তত ৫জন কর্মী। আহতদের সাভারের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার থানা পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরআই