ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সকালে সংবাদ সম্মেলন

গাজীপুরে তারেক-মান্নানের বিরুদ্ধে অভিযোগ দাখিল হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
গাজীপুরে তারেক-মান্নানের বিরুদ্ধে অভিযোগ দাখিল হচ্ছে তারেক রহমান ও এম এ মান্নান

গাজীপুর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ ২০ দলীয় জোটের বেশ কিছু নেতার বিরুদ্ধে একটি নাশকতার মামলায় অভিযোগপত্র দাখিল করছে গাজীপুরের পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ অভিযোগপত্র দাখিলের ঘোষণা দেবে।

সংবাদ সম্মেলনটি গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সোমবার (২৪ আগস্ট) রাতে গাজীপুর জেলা পুলিশেরে মুখপাত্র ইন্সপেক্টর আবদুল মমিন বাংলানিউজকে সংবাদটি নিশ্চিত করেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই প্রথমবারের মতো গাজীপুরের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলার অভিযোগপত্র দাখিল হচ্ছে।

পুলিশ জানায়, নাশকতার একটি মামলায় তদন্ত শেষে হুকুমদাতা হিসেবে তারেক রহমানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন সাবেক মেয়র এম এ মান্নান। এছাড়া, আরও অন্যান্য আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে মঙ্গলবার গাজীপুর আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

২০১৫ সালের জানুয়ারিতে গাজীপুর মহানগরের টেকনগপাড়া এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়। সে মামলার অভিযোগপত্র দাখিল করা হবে মঙ্গলবার।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।