ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র থেমে নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র থেমে নেই ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা হয়েছে। এখন পর্যন্ত তিনি রেহাই পেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।



প্রতিদিনই বিভিন্ন কৌশলে শেখ হাসিনার ওপর হামলা করার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, বিএনপি একটি ষড়যন্ত্রকারী ও খুনিদের দল। সেই দল সব সময়ই পরিকল্পনা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা করার।

সৈয়দ আশরাফুল আওয়ামী লীগের নেতাকর্মীদের দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে। আপনারা সামান্য ভাগ-বাটোয়ারা বাদ দেন। দলের স্বার্থে, দেশের স্বার্থে, নেত্রী শেখ হাসিনার স্বার্থে ভাগ-বাটোয়ারা বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকুন।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।

সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়াসহ অন্যরা কিন্তু ষড়যন্ত্রের জন্য এক সেকেন্ডও বসে নেই। তারা সুযোগের অপেক্ষায় থাকেন। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে তাদের সুযোগের টাইমিং হতে দেবো না। আমরা যদি সব কিছু হেলাফেলা করি, নিজেদের মধ্যে যদি কোন্দল করি, তবে আমরা দুর্বল হয়ে যাবো।

তিনি বলেন, ক্ষমতায় আছি বলেই কি আমরা নিরাপদ! আসলে তা নয়! আমাদের প্রতি মুহূর্তে সজাগ ও সতর্ক থাকতে হবে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি ঠিকই; কিন্তু ক্ষমতায় থেকেও আমরা নিরাপদ নই। আমাদের সব সময় গার্ড রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে দুর্বল হই, তাহলে কিন্তু তারা আঘাত করবে। আপনারা সামান্য কিছু ভাগ-বাটোয়ারা ত্যাগ করতে পারবেন না! আমরা ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার কিছুই হবে না। তা না হলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
 
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগ পরিবারকে ডাক দিয়ে যাই; আপনারা আরো দৃঢ় ঐক্য গড়ে তুলুন। সবাই ঐক্যবদ্ধ হোন। ক্ষমতায় আছেন বলেই সামান্য দু/চার পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে কোন্দলে জড়াবেন না।

তিনি বলেন, বিএনপি খুনিদের দল; ষড়যন্ত্রকারীদের দল। তারা সব সময় পরিকল্পনা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জাতীয় নেতাদের হত্যা করার।

কারণ হিসেবে তিনি বলেন, কারণ, তারা মুক্তিযুদ্ধ চায়নি। স্বাধীনতা চায়নি। আর বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের একমাত্র পাপ হলো, তাদের সাধের পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ সৃষ্টি করেছেন। এ কারণেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছেন। সে কারণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। তা নাহলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে।
 
সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধুকে কোনোদিন এ দেশের মানুষ ভুলবে না। বঙ্গবন্ধু না থাকলেও তিনিই আমাদের আশা-ভরসা। আওয়ামী লীগও আমাদের আশা-ভরসা।

এ বছর জাতীয় শোক দিবসে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যত মানুষ এসেছিলেন, গত ১০ বছরে আমি এত মানুষ হতে দেখিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫/আপডেটেড: ২০৪৪ ঘণ্টা
এসকে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।