ঢাকা: শিশুহত্যা ও মানুষ হত্যার বিচার হবেই হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, শিশু হত্যাকারী, মানুষ হত্যাকারী যত ক্ষমতাধরই হোক, তাদের বিচার হবেই।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে ‘শেখ রাসেল চেস ক্লাব’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা বিদেশিদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আজ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করা করে কেউ বাংলাদেশে আশ্রয় নিতেন, কানাডার প্রধানমন্ত্রীকে হত্যা করে আমাদের দেশে আশ্রয় নিতেন, তাহলে কি তারা আমাদের ছাইড়া কথা বলতো! তারা তো আমাদের একটুও ছাড় দিতো না।
তিনি বলেন, আমি সেই সব দেশের শাসক ও জনগণের উদ্দেশে বলতে চাই, আপনার দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে হত্যা করলে যে কাজটি করতেন, সেই কাজটা করেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে দেন।
মানবাধিকার বিষয়ে বিদেশিদের মনোভাবের সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, শিশু ও মানুষ হত্যার বিচার করতে হবে। বিচার অবশ্যই হবে। মানবাধিকার নিয়ে যারা কথা বলেন, শিশু রাসেল ও বঙ্গবন্ধুর বাড়ির কাজের মহিলা ও তার ছোট্ট ছেলে পোটলাকে যখন হত্যা করা হলো, তখন তো মানবাধিকারের কথা বলেননি।
পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, মানবাধিকার শুধু আপনাদের বেলায়, নিজেদের বেলায় মানবাধিকার লঙ্ঘন হয় না।
কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা শুধু তার বাবা বা পরিবারের হত্যাকারীদের বিচার করেননি; এদেশের দীর্ঘ দিনের কলঙ্ক মুক্ত করেছেন যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে এদেশের আসেন। তিনি দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
শেখ রাসেল চেস ক্লাব সভাপতি কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তৃতা করেন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. সিরাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ডা. রুবাইয়াত ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাহিত্য সম্পাদক মো. শাফায়েত উল্লাহ, শেখ রাসেল চেস ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাজু, জাতীয় দাবা ফেডারেশনের সাধারণ সম্পাক গাজী সাইফুল তারেক প্রমুখ।
শেখ রাসেল চেস ক্লাব ১০ সেপ্টেম্বর থেকে সারাদেশে ১২৮টি স্কুলে দাবা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। সিলেট থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এসএম/এবি