বরিশাল: বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার খারিজ হওয়া আদেশের বিরুদ্ধে আপিলও খারিজ করে দিয়েছেন বরিশাল আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বরিশাল আদালতের বিচারক মোহম্মদ আনায়ারুল হক এ আদেশ দেন।
বরিশাল আদালতের বেঞ্ঝ সহকারী ফারুক হোসেন এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
জেলা ও দায়রা জজ আদালতে খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেন বরিশাল বিএম কলেজের ছাত্র কর্ম পরিষদের ভিপি মঈন তুষার।
আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদীব আলী আপিল রিভিশনটির গ্রহণ বিষয়ক শুনানির জন্য ২৭ আগস্ট আদালতে দিন ধার্য করেন।
পরে বৃহস্পতিবার বিকেলে আদালতের বিচারক মোহম্মদ আনায়ারুল হক ওই আবেদনটি খারিজ করে দেন।
এর আগে ১০ আগস্ট বরিশালের সদর সিনিয়র সহকারী জজ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ স্থানীয় বিএনপি’র শীর্ষ নেতাদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হলে পরদিন আদালতের বিচারক এইচ এম হুমায়ুন কবির মামলাটি খারিজ করে দেন।
১৫ আগস্ট জাতিয় শোক দিবসে খালেদা জিয়ার ভূয়া জন্মদিন পালন যাতে না করতে পারে তার উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে এ মামলাটি দায়ের করা হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এসএইচ