নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন রুবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
উপজেলা পরিষদ নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করার মামলায় সোমবার (৩১ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়।
এরআগে দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রুবেল। আদালতের বিচারক শেখ মো. নাসিরুল হক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় ও আসামিপক্ষে ছিলেন আজাহারুল ইসলাম।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২২ জানুয়ারি জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর থেকে ৩০ দিনের মধ্যে রির্টানিং কর্মকর্তার বরাবর প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের কথা থাকলেও চেয়ারম্যান প্রার্থী শহিদ হোসেন রুবেল তা জমা দেননি।
ফলে একই বছরের ৩১ আগস্ট তৎকালীন রির্র্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে এ মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসআর